আমার জীবনে ছোট্ট একটা গল্প

আমার জীবনের ছোট একাটাগল্প 

আমার নাম মেহেদী হাসান আমি SSC এর গন্ডি কোনো ভাবে পার করছি। আমি এখন টুকটাক অনলাইন এর কাজ করি। পড়াশোন করার কথা বলতে গেলে একদম বাদ। SSC শেষ করে আর কলেজে ভরতি হয় নাই পিরাইভেটে কম্পিউটার আর অনলাইন এর কাজ শিখছি অনলাইন এর কাজ বলতে গেলে ছোট খাটো Freelancer আর এখন অনলাইন থেকে যা ইনকাম আসে তা দিয়ে আমার হাত খরজ আর পরিবার এর টুকটাক খরজ  চলে যায়।

Mehedi Hasan 

আমার জীবনে কোনো বন্ধ নাই। এক সময় আমার অনেক বন্ধু ছিলো  কিন্তু তারা আমাকে ব্যাবহার করতো। যখন তাদের কোনো কাজে আমাকে দরকার হতো তখন আমার কাছে আসতো। আর যখন আমার দরকার শেষ হতো তখন থেকে আমার খবর নেওয়া বন্ধ হতো তারা আমাকে সব সময় ব্যাহার করতো তাই আমি বুঝতে পেরে তাঁদের সাথে সব যোগাযোগ বন্ধ করে দিছি। এখন আমার কোনো বন্ধু নাই

আমি একা একা থাকি সব সময়। বাসা থেকে তেমন একটা বের হই না। আমার সব সময় একা থাকতে ভালো লাগে। একা  থাকতে কষ্ট হয় কিন্তু আমি নিজেকে সব সময় কাজ এর ভিতর রাখি। কিন্তু যখন কাজ শেষ করে ঘুমাতে যায় তখন আমার আর ঘুম আসে না। অনলাইনে একজনকে বন্ধু বানাবো ভাবলাম একজনকে পেলাম কিন্তু সে আমার বন্ধু হলো না। কিন্তু সে আসার সাথে প্রতি দিন কথা বলতো। সেও আমার মত অনলাইনে কাজে করে কাজ শেষ করে কিছু সময় তার সাথে কথা বলে ঘুমাতাম। কিন্তু সেও কিছু দিন হলো আমার সাথে কথা বলে না।

কিছু দিন অনেক ভালো কাটছিল কিন্তু এখন আবার একা হয়ে গিছি। সারা রাত ঘুম আসে না আমি যে কেমন আছি শুধু আমি জানি কাউকে কখনো বোঝাতে পারবোনা। আমার পরিবার কেও বোঝাতে পারলাম না আর অন্য মানুষকে কি ভাবে বোঝাবো।

আমার মাঝে মাঝে মনে হয় কিছু একটা করে মারা যায় এমন ভাবে আর ভালোলাগে না। তার পর ভাবি আমার পরিবারকে কে দেখবে আমার মা-বাবাকে কে দেখবে। আমার থাকে আরো  কত মানুষ বেশি কষ্টে আছে তারাতো বেঁচে আছে আমি কেনো বোকার মতো মারা যাবো। এক সময় আমার এই কষ্টের দিন শেষ হবে ইনশাল্লাহ । 

Post a Comment

0 Comments